স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের দাবীতে রোববার সকাল ৬টা থেকে অফিস ভবনে তালা ঝুলিয়ে মঙ্গলবার পর্যন্ত তিন দিন পূর্ন দিবস কর্ম বিরতি চলবে। দাবী আদায়ের লক্ষে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ কর্ম বিরতি পালন করছেন।
এসময় পৌরসভার সচিব হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে দাবী বাস্তবায়নের পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, হিসাব রক্ষক শাহ আলম, কর নির্ধারক নুরুজ্জামান, মনিরুজ্জামান, শিরিন আক্তর, কামরুন্নাহার ও পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহ আলম প্রমুখ।
শেষে আদায়ের লক্ষে স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজীর মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলীপি প্রদান করেন।