স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার প্রাণকেন্দ্র বাজারের সদর রোডে বুধবার রাতে একটি মুদির দোকানে চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোর সদর রোডের হাজী সিদ্দিক স্টোর মুদির দোকানের ছাউনীর টিন কেটে ভিতরে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণ ও নগদ প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে যায় বলে দাবি করেন ওই দোকানি।
দোকানের মালিক মো. সিদ্দিকুর রহমান জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখি কে বা কাহারা দোকানের ছাউনীর টিন কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে রক্ষিত নিজের ৩ ভরি এবং ছোট ভাই সৌদি প্রবাসী নান্টু হাওলাদারে ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১লাখ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার এস আই বিকাশ চন্দ্র দে, জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।