স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জনস্বাস্থ্য-২ এর নির্দেশনায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনার আলোকে উপজেলা পর্যায় পুস্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক প্রথম সভা অনুষ্ঠিত হয়। এমএসএনপি প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. জামাল মিয়া শোভন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানাউল মোরশেদ মঠবাড়িয়া প্রেসকাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, স্টেপস্ সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ, এমএসএনপি কেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল কো-অডিনেটর আল-আমীন, টেকনিক্যাল অফিসার রেজাউন আহমেদ প্রমুখ।