স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনার (২০১৬-২৫) বার্ষিক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসাস, অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্যানেল মেয়র তাহেরুন্নেছা, সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আঃ ছোবাহান শরীফ, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক আবদুস সালাম আজাদী প্রমুখ। পরে উপজেলার ৪০টি কমিউনিটি ক্লিনিক ও এফডব্লিউসিতে ওজন মাপার যন্ত্র, উচ্চতা মাপার যন্ত্র এবং আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়।