স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষে হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মিজান উদ্দিন আকন প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি জাতীয় সংসদের হিসাব সম্পার্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী ফিতা কেটে এ কৃষি মেলার উদ্বোধন করেন।