স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ১৭৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৫৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১২০ জন সাধারণ কোঠায় বৃত্তি লাভ করে। এবারও শীর্ষ স্থান দখল করেছে মঠবাড়িয়া পৌর শহরের ঐতিহ্যবাহী ৫৬ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মঠবাড়িয়ার ৫৬ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম জানান, বরাবরের মতো এবারও আমরা শীর্ষ স্থান ধরে রাখতে পেরেছি। গত বছর আমাদের বিদ্যালয় ২৪ টি বৃত্তি লাভ করে। এ বছর ৪১ টি বৃত্তি লাভ করেছে। এই ফলাফলের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউনুচ আলী বৃত্তি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সকলের প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।