স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাফিয়া আক্তার (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার খেতাছিড়া গ্রামের কৃষক মোঃ কালাম ওরফে কালু মিয়ার কন্যা।
স্থানীয় চৌকিদার হারুন অর রশিদ হাওলাদার জানান, নিহত সাফিয়ার মা একজন প্রতিবন্ধী। শিশুটি মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অগোচরে বসত ঘর সংলগ্ন পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে পুকুর থেকে উদ্ধার করে।