স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজপাড়া গ্রামে আজ বুধবার সকালে একই পুকুরের পানিতে ডুবে আয়েশা (৩) ও আব্দুল্লাহ্ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা উপজেলার রাজপাড়া গ্রামের আলমগীর ফকিরের মেয়ে ও আব্দুল্লাহ্ একই বাড়ির এমাদুল হক ফকিরের ছেলে।
জানাযায়, শিশু আব্দুল্লাহ্ ও আয়েশা বাড়ির আঙ্গীনায় খেলার সময় পরিবারের লোকজনের অগোচরে দুজনেই পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের খুজে না পেয়ে খোজা খুজির এক পর্যায় পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিত্র সিংহ রায় তাদের মৃত ঘোষণা করেন।