ইসরাত জাহান মমতাজ : মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বোরো চাষিরা বৃহস্পতিবার সকালে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে পাচিং উৎসবের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো.মনিরুজ্জামান। বেতমোর রাজপাড়া ইউনিয়নের জরিপের চর গ্রামের বোরো চাষিরা তাদের জমিতে গাছের ডাল পুতে দেন।
ইউপি সদস্য মো.মোস্তফা হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.সওকত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আ.মোতালিব, উপ সহকারী কৃষি কর্মকর্তা জহির আহম্মেদ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কৃষি জমিতে গাছের ডাল পুতে দিলে পাখি বসে পোকা মাকড় খেয়ে ফেললে কিটনাশক ব্যবহার করতে হবে না।