স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঠবাড়িয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মচারী সমবায় সমিতির কার্য্য নির্বাহী পরিষদের নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে খাইরুল ইসলাম পনির (আনারস প্রতিক) ৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি শাহ জালাল (মাছ প্রতিক) পেয়েছেন ২১ ভোট। বিজন কৃষ্ণ অধিকারী (মই প্রতিক) ৪৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি নিতাই কির্ত্তুনীয়া (তালাচাবি প্রতিক) পেয়েছেন ৩৭ ভোট। রুজিনা আক্তার রোজী (দোয়াত কলম প্রতিক) ৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি খাদিজা বেগম (কলস প্রতিক) পেয়েছেন ২১ ভোট। এছাড়া বিনাপ্রতিদ্বন্দিতায় আ. রাজ্জাক, হালিমা বেগম ও রওশান আরা খানম পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।