স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়া পরিবার কল্যাণ সহকারিরা তৃতীয় শ্রেণীর গ্রেড পুনঃর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে। ঘন্টাব্যাপি এ প্রতিবাদ সভায় পরিবার কল্যাণ সহকারি সামসুন্নাহার মেরীর সভাপতিত্বে দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষে বক্তব্য রাখেন, নাজমা সুলতানা, খাদিজা আক্তার, মিতু আক্তার, হাসিনা বেগম প্রমূখ। [the_ad id=”7244″] বক্তারা বলেন, পূর্বের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে যে গ্রেডে রাখা হয়েছে, আমাদের বর্তমান ১৭তম গ্রেড পরিবর্তণ করে তৃতীয় শ্রেণীর গ্রেড পুনঃর্বহাল করতে হবে। [the_ad id=”7244″]
