স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত জের ধরে হাওয়া বেগম (২৮) নামের এক নারীকে কুপিয়ে জখম করায় স্বামী হিরু হাওলাদার রবিবার রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় শাহজাহান শিকদার, মানিকসহ ৪জন, আরও অজ্ঞতনামা তিনজনকে আসামী করা হয়েছে ।
মামলা সূত্রে জানা যায়, বড়শৌলা গ্রামের মৃত হামেজ হাওলাদারে পুত্র হিরু হাওলাদারের সাথে প্রতিবেশি শাহজাহান শিকদার এর বসতবাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘ ধরে দুই পক্ষের আদালতে মামলা চলছিল। গত শুক্রবার দুপুরে (৮ সেপ্টেম্বর-২০১৭) প্রতিপক্ষ শাহজাহান ও তার সহযোগি ৬/৭ জন নিয়ে প্রকাশ্যে হিরুর বসতবাড়ির সম্পত্তি দখল করতে যায়। এ সময় স্বামী হিরু বাড়িতে না থাকায় হাওয়া বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তিন সন্তানের জননী হাওয়া বেগম চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে ।
মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।