স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার মঠবাড়িয়া কেএম লতিফ সুপার মার্কেটের কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফলে মো. ইউনুচ ফকির সভাপতি, নান্না মিয়া সাধারণ সম্পাদক, কালাম হোসেন যুগ্ম সম্পাদক ও আ. জব্বার হাওলাদার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় সিনিয়র সহ-সভাপতি পদে মাওলানা শহিদুজ্জামান গাজী, সহ-সভাপতি পদে সোহেল তাজ, সাংগঠনিক সম্পাদক পদে শাহিন হাওলাদার, দপ্তর সম্পাদক পদে মাসুম ফরাজী ও ক্রীড়া সম্পাদক পদে শাহ আলম নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মঠবাড়িয়া উপজেলা শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম শিশু ফকির জানান, ১৬৮জন ভোটারের মধ্যে ১৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।