স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমাদুল হক এনামুল (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ । বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্শবর্তী বরগুনার তালতলী থানা পুলিশের সহায়তায় এমদুলকে গ্রেফতার করেন।এমাদুল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আঃ ছত্তার মাষ্টারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সিআর ৩১৮/০৯) মামলায় দুই বছরের স্বশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী এমাদুলকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
