স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুলিশাখালী বাজারে অভিযান চালিয়ে দুই গাজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গুলিশাখালী গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে মন্টু হাওলাদার (৩৫) ও একই গ্রামের ছত্তার খানের ছেলে জসিম খান (২৫)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।