স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় আছিয়া পারভীন (৩৫) নামের এক গৃহবধূকে পৌর শহরে মঙ্গলবার দিবালকে অভিনব কায়দায় অচেতন করে স্বর্ণালংকার নেয়া অভিযোগ পাওয়া গেছে। এক ঘন্টা পরে জ্ঞান ফেরার পর সর্বস্ব হারিয়ে আছিয়া পারভীন কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি টিয়ারখালী গ্রামের মোনাসেফ আলীর কন্যা পার্শ্ববর্তী বামনা উপজেলার সৌদি প্রবাসী কবির হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সাব-রেজিষ্ট্রী অফিসে জমি রেজিষ্ট্রী করতে আসলে দুই যুবক হোটেল কর্মচারী পরিচয় দিয়ে নি:সন্তান আছিয়া পারভীনের কাছে সাহায্য চাইলে তিনি সন্তান মনে করে সাহায্যের আশ্বাস দেয়। এই সুযোগে দুই প্রতারক যুবক গুড়ো জাতীয় পাউডার নাকের সামনে ধরলে আছিয়া জ্ঞান হারিয়ে ফেলে। পরে বালুর মাঠে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নিয়ে তাঁর পড়নে থাকা গলার চেইন, হাতের আংটি ও কানের দুলসহ ২ ভরি ওজনের স্বর্ণালংকার খুলে নিয়ে যায়। এসময় শহরের টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও এ বিষয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা বলে শটকে পড়ে।