স্টাফ রিপোর্টার : অদৃশ্য ঘাতক করোনার আতঙ্কে ঘরবন্দি দরিদ্র্র দিনমজুর কর্মহীন অসহায় মানুষের মাঝে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাখালী ডা. রুস্তম আলী ফরাজী কলেজ চত্বরে তিন শতাধিক দুস্থ কর্মহীন মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন আমড়াগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সৈয়দ খলিলুর রহমান, মো. মঞ্জু মিয়া প্রমুখ।
ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফরাজী জানান, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে মঠবাড়িয়া উপজেলায় সাড়ে ৬ হাজারসহ পিরোজপুরের সকল উপজেলায় ২৫ হাজার ঘরবন্দি দরিদ্র্র দিনমজুর কর্মহীন অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।