স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় লোকমানুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পিরোজপুর ডিবি পুলিশ। বুধবার রাত আটটার দিকে পৌর শহরের কালাই মৃধা নুরানী মাদ্রাসার সামনের সড়কের ওপর থেকে তাকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত লোকমানুর রহমান পৌর শহরের নিউমার্কেট কলেজপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জসিম জানান, মঠবাড়িয়া পৌর শহরের কালাই মৃধা নুরানী মাদ্রাসার সামনের সড়কের ওপর মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালালে মাদক ব্যবসায়ী লোকমানুর রহমানসহ কয়েকজন মাদক ক্রেতা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে লোকমানুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, লোকমানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
