স্টাফ রিপোর্টার : ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট এ শেয়ার পরে’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি রিপন বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তম আলী ফরাজী (এমপি), উপজেলা চেয়ারম্যন রিয়জ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত. থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুদুজ্জামান সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবর রহমান প্রমুখ। এ সময় এমপি ফরাজী সামাজিক যোহাযোগ মাধ্যমে মিথ্যা ও গুজব না ছড়ানোর অনুরোধ জানান।
শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষর্থীদের মাঝে পূরুষ্কার বিতরণ করা হয়।