স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম স্থাপনের জন্য ১২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়। “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ। উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দারিদ্র প্রীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের সহকারী পরিচালক কে, এম রেজাউল করিম ও মাহমুদা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনেস্টেক্টর আবু ইফসুফ মো. সরোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা কিরণ চন্দ্র রায় প্রমুখ।
প্রধান অতিথি আগামী দুই মাসের মধ্যে সকল প্রাথমিক বিদ্যালয় মাল্টিমিডিয়ার ক্লাস চালুসহ ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্লাস নেয়ার নির্দেশ দেন।