স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী আরমান (১৬) নামের এক ১০ম শ্রেণির স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দিকে পাথরঘাটা চরখালী সড়ক এর তুষখালী ইউনিয়ন পরিষদের সাম্মুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান পার্শবর্তী থানা ভা-ারিয়ার হরিণপালা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে ও মঠবাড়িয়ার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া থেকে শুক্রবার সকালে আরমান তার চাচা হানিফ হাওলাদারকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬২৯২২) মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরমান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যায়। এ সময় সাথে থাকা নিহত আরমানের চাচা হানিফ হাওলাদার গুরুতর আহত হয়। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলে স্থানীয়রা ট্রাকাটিকে আটক করে।
এ ঘটনায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এমআর শওকাত আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালকের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।