স্টাফ রিপোর্টার : মা ইলিশ রক্ষার অবরোধ চলাকালে বলেশ্বরে কতিপয় অসাধু জেলেরা মা ইলিশ ধরে প্রকাশ্যে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
কচুবাড়িয়া গ্রামের মৎস্য প্রতিনিধি সন্তোষ কুমার, স্থানীয় জেলে দুলাল সর্দার ও ইউসুফ হাওলাদার যৌথভাবে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নুরুল হক গাজীর পুত্র মিজান গাজী (৪৩), ছত্তার গাজীর পুত্র শাজাহান গাজী (৩৫) ও তার বড় ভাই শাহাদাৎ গাজী (৪৫) ১লা অক্টোবরে অবরোধ শুরুর থেকেই ওই তিন জেলে সরকারের আইনকে তোয়াক্কা না করে গত কয়েকদিন ধরে বলেশ্বর নদের জলাঘাট, খেতাছিড়া, মাঝেরচরে জাল পেতে মা ইলিশ ধরে আসছে। ওই ডিমওয়ালা মাছ স্থানীয় বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি করছে বলে অভিযোগ করেন।
সাপলেজার ইউপি সদস্য আফজাল বেপারী জানান, মিজান গাজীর বিরুদ্ধে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্দনে অবরোধ চলাকালে নদীতে জাল পেতে প্রকাশ্যে মাছ ধরার অভিযোগ রয়েছে। তিনি বলেন, অসাধু জেলে মিজান গাজীর জালে ধরা মাছ গত মঙ্গলবার বিকেলে স্থানীয় হাজীগঞ্জ বাজারে আড়ৎদার ইদ্রিস চৌকিদার প্রকাশ্যে তার সামনে বসে কয়েকজন স্থানীয় লোকের কাছে বিক্রি করে। তিনি আরও জানান, এ বিষয়টি জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে মুঠোফোনে মিজান গাজীর সাথে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে উল্টো বলেন, যারা নদীতে মা ইলিশ শিকার করছেন তাদেরকে ধরে আমি প্রশাসনের কাছে দেই।
উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম আজাহারুল ইসলাম ইউএনও’র বরাবরে ওই তিন জেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।