স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (পিরোজপুর-৩) মঠবাড়িয়া আসনে মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এর উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় মিরুখালী স্কুল মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের ১৩ নং ওয়ার্ড সদস্য ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সির সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক একেএম সেলিম মিয়া, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খান, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, ইউনিয় যুবলীগ নেতা লাভলু তালুকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল প্রমুখ।
শেষে মিরুখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।