স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঠবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে এভারগ্রিন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। শুক্রবার সকাল থেকে এভারগ্রিন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়াম্যন ও ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. আনছার উদ্দিন পৌরসভার ৯নং ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচারনা চালান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল গফ্ফার, সমাজসেবক শাজাহান সিরাজ প্রমুখ।
এভারগ্রিন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন জানান, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক এ কর্মসূচি অব্যাহত থাকবে।