স্টাফ রিপোর্টার : জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৩ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
তুষখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজুর রহমান গোলদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আ’লীগ সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, জেলা আ’লীগ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজ উদ্দনি আহমদে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ খান, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু প্রমুখ। সভা পরিচালনা করেন তুষখালী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার।