স্টাফ রিপোর্টার : ‘আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন’ এই স্লোগানকে সামনে রেখে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনব্যাপী ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বরিশাল মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের একদল শিক্ষার্থীদের সহযোগীতায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম.সরফরাজ, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর কর্মকর্তা শিবু সাওজাল, ইসরাত জাহান মমতাজ, মেডিসিন ক্লাব প্রতিনিধি মাহমুদ ফেরদৌস, ইব্রাহীম মাঝি, সংলাপ সাওজাল, সৌরভ বড়ুয়া প্রমুখ।
এ সময় মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ ব্লাড দিয়ে ক্যাম্পের সূচনা করেন।
