স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে এক কৃষকের বস ঘরে হামলা ও ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের লোকজন কৃষক মজিবর রহমান ও তার স্ত্রী নুর বানুর ওপর হামলা চালিয়ে আহত করে বলে জানা যায়। প্রতিপক্ষ আকব্বর হালদার গং গাছ কেটে ও বস ঘরে হামলা করেও ক্ষান্ত হয়নি, উল্টো মজিবর ও তার পরিবারের লোকজনের নামে থানায় মামলা করে বাড়িছাড়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার মজিবর রহমান জানান, প্রতিবেশী আকব্বর হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে ৬৬ শতাংশ জমি নিয়ে তার বিরোধ চলে আসছিল। ওই বিরোধীয় জমির ওপর আকব্বর জোরপূর্বক রাস্তা নির্মাণ করে। এতে বাধা দিলে আকব্বর ক্ষিপ্ত হয়ে ইমাম, মাসুদ, তানভীরসহ ৭-৮ জন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মজিবরের বসতঘর ও ফলদ গাছ কেটে ফেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।