স্টাফ রিপোটার : মঠবাড়িয়া পৌর শহরে প্রকাশ্যে দিবালোকে বেশ কয়েকটি বাসায় গ্রীল কেটে চুরির ঘটনার পর রোববার দুপুরে সরকারী কলেজ এলাকায় আন্তঃজেলা গ্রীল কাটার দুসদস্যকে এলাকাবাসী হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে । আটককৃতরা হলো কেরানীগঞ্জ থানার ইকুরিয়া গ্রামের শামসু মিয়ার ছেলে মো. সাগর (২৪) ও বরিশাল রুপাতলী এলাকার ইসমাইল হোসেনের ছেলে রুবেল (২২)।
জানাযায়, সরকারী কলেজপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা মাকসুদা বেগমের বাসার ভাড়াটিয়া গৃহবধূ তাসলিমা বেগমের ঘরের জানালার গ্রীল কাটার সময়ে এলাকাবাসী দেখতে পেয়ে ধাওয়া করে দুজনকে আটক করে। এসময় এদের দুই সহযোগী মটরসাইকেল যোগে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম গ্রীলকাটা দু সদস্যকে আটকের সত্যতা নিশ্চত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ওই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।