স্টাফ রিপোর্টার : ‘আতংকিত নয়, করোনা ভাইরাস মোকাবেলায় সচেতন হোন’–এই শ্লোগানে গণসচেতনতায় পল্লীর অসচ্ছল ও সাধারণ জনগণকে মারণব্যাধি করোনা থেকে সচেতন করতে পিরোজপুরের মঠবাড়িয়ার ১১টি ইউনিয়ন ও পৌর শহরে বিনা মূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে সুপ্রীম স্টিচ লিমেটেড। বৃহস্পতিবার সকাল থেকে রাত পযর্ন্ত সুপ্রীম স্টিচ লিমেটেডের পক্ষে সাবেক ছাত্রনেতা সওগাতুল ইসলাম ছাগির উপজেলার ১১টি ইউনিয়নসহ ১টি পৌর শহরে লিফলেট ও মাস্ক বিতরণ করেন।
সুপ্রীম স্টিচের ব্যবস্থাপনা পরিচালক মো. অহিদুজ্জামান জাকির বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মঠবাড়িয়া থানা ও প্রেসক্লাবসহ পৌর শহর ও উপজেলার ১১টি ইউনিয়নে ২ হাজার করে মোট ৩০ হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে।