স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইটভাটা শ্রমিকের স্ত্রী এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগে রুবেল হাওলাদের (৩০) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বড়মাছুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক রুবেল উপজেলার ওই গ্রামের মো. আ. মজিদ হাওলাদারের ছেলে। এ ঘটনায় রোববার সকালে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন।
মঠবাড়িয়া থানার এসআই সিদ্দিকুর রহমান জানান, উপজেলার শাখারীকাঠি গ্রামের ইটভাটা শ্রমিকের স্ত্রী গত ২৯ জানুয়ারি বুধবার রাতের খাবার খেয়ে নিজ বসতঘরে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়লে বখাটে রুবেল কৌশলে তাকে ঘরের পেছনের দরজা খুলে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, গ্রেফতারকৃত ধর্ষক রুবেলকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।