স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার বড়মাছুয়া বাজার থেকে শনিবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার গ্রাম পুলিশের সহযোগিতায় তপন দাস (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ সময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত তপন দাস উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানার এসআই রমিজ জাহান জুম্মা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।