স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া দক্ষিণ সোনাখালী গ্রামে অভিযান চালিয়ে রোববার দুপুরে থানা পুলিশ ৫০গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো গোলবুনিয়া গ্রামের মো. হালিমের ছেলে জাকির হোসেন(২৯) ও ঝাটিবুনিয়া গ্রামের মৃত আমির হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (৩০)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, জাকির ও মিলনকে গাঁজা বিক্রির সময় গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।