স্টাফ রিপোর্টার : কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশন পালন করেছে পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর রোডের অফিসে সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া অনশনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোসলেহ উদ্দিন বাবুল মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান অপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কবির উদ্দিন আহমেদ প্রমুখ।