স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী সমাজ সেবা পরিষদের উদ্যোগে মঙ্গলবার রাতে ক্বিরাতুল কুরআন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্নপদক প্রাপ্ত বিশ্বের দ্বিতীয় ক্বারী আল্লামা শায়েক আহমাদ বিন ইউসুব আজহারী।
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আরিফ-উল-হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, ডা. এম নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আজিম-উল-হক, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা সিদ্দিকুর রহমান, ক্বারী আব্দুল মালেক, খোবাইবুল হক তানিম, শহিদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে কুরআন তিলোয়াত করেন, আব্দুল কাইয়ূম, আব্দুর রহমান ও সিরাজুল ইসলাম।