স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সমাজ সেবা পরিষদের উদ্যোগে আগামী ১৪ নভেম্বর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেক্বিরাতুল কুরআন সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ-উল-হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, অধ্যক্ষ মো. শাহ আলম আল মারুফ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, প্রধান শিক্ষক রুহুল আমীন, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য রিয়াজুল ইসলাম, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাও: মো. সিদ্দিকুর রহমান, দক্ষিণ বন্দর জামে মসজিদের পেশ ঈমাম মাও: মো. শাহ জালাল, সংগঠনের সভাপতি হাফেজ মো. নেছার উদ্দিন সাইফী প্রমুখ।
শেষে ক্বিরাতুল কুরআন সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে ১১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে।