স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহানাজ পারভীন ডলির ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় আওয়ামীলীগের দলিয় কার্যালয় আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দের সম্মানে ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি মুনিরা আক্তার এনি, সহ-সভাপতি আকলিমা খানম কলি, সহ-সভাপতি শাহানাজ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক লাবনী আক্তার, দপ্তর সম্পাদক খাদিজা আক্তার, মঠবাড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর তাহিরুন্নেছা, সহ-সভাপতি শাহানাজ পারভীন, সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার মুন্নি, যুগ্ম সাধারণ সম্পাদক আনান রায়হান মুক্তা, সাংগঠনিক সম্পাদক শামীমা রোজী, শুকতারা, নুরুন্নাহার ইতি, প্রচার সম্পাদক শারমিন আক্তার প্রমুখ।