স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াস, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সোমবার দুপুরে এসব কৃষি উপকরণ বিতরণ করে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, খরিপ-১, ২০২০-২১ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা (২য় পর্যায়) কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১ হাজার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।