স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় কাঠ ব্যবসায়ী ইউসুফ উজ্জামান খান (৪২) ও তার ভাই ইউপি সদস্য মো. জসিম খানকে (৩৬) মারধর করে গাছ বিক্রির ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। আজ রোববার দুপুর আরাইটার দিকে মঠবাড়িয়া বাজারে গাছ বিক্রি করে টাকা নিয়ে কাঠ ব্যবসায়ী ইউসুফ ও তার আপন ছোট ভাই ইউপি সদস্য মো. জসিমকে নিয়ে মটরসাইকেলে করে উপজেলার পূর্ব সেনের টিকিকাটা বাড়ি যাবার পথে রাস্তার মধ্য ৮/৯ জন দুর্বৃত্তরা মটরসাইকেলের গতিরোধ করে এলোপাথারি পিটিয়ে আহত করে টাকা নিয়ে দ্রুত পলিয়ে যায়।
পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইউসুবকে হাসপাতালে ভর্তি করা হয় ও ইউপি সদস্য জসিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেয়।
আহত কাঠ ব্যবসায়ী ইউসুফ জানান, রোববার দুপুর আরাইটার দিকে মঠবাড়িয়া বাজারে গাছ বিক্রি করে টাকা নিয়ে ছোট ভাই ইউপি সদস্য মো. জসিমকে নিয়ে মটরসাইকেলে করে উপজেলার পূর্ব সেনের টিকিকাটা বাড়ি যাওয়ার পথে মোল্লার হাট বাজার সংলগ্ন আ:লতীফ ফরাজী বাড়ির সামনের রাস্তার মধ্য ৮/৯ জন দুর্বৃত্ত মটরসাইকেলের গতিরোধ করে এলোপাথারি পিটিয়ে আহত করে এ সময় ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে টাকা নিয়ে দুর্বৃত্তরা দ্রুত পলিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি মো.শওকত আনোয়ার জানান, এ ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।