স্টাফ রিপোর্টার : “জঙ্গী, মাদক প্রতিকারে-জনতা,পুলিশ এক কাতারে” ্এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে মঠবাড়িয়া থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, আ‘লীগ সহ-সভাপতি মো. এমাদুল হক খান, আরিফ উল হক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল হক, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেস ক্লাবের সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক মজিবর রহমান, মিজানুর রহমান মিজু প্রমুখ।