স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া ১১টি ইউনিয়নের এলজিইডির রাস্তা রক্ষনা বেক্ষন মহিলা কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বুধবার দুপুরে বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশলাী অধিদপ্তর এর উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়ন সাহায্যপুষ্ট’ রুরাল এমপ্লয়মেন্ট এন্ড মেইনটেনেন্স প্রোগ্রাম-২ (জঊজগচ-২) ‘শীর্ষক প্রকল্পের আওতায় ২০৭জনকে ৩৬লাখ টাকার চেক প্রদান করা হয়। জনপ্রতি প্রতিদিনের দের’শ টাকা থেকে এক’শ টাকা উত্তোলন করে বাকী পঞ্চাশ টাকা করে সঞ্চয়কৃত দুই বছরের ৩৬ হাজার তিন’শ ঊনষাট টাকা এক সাথে প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলাগের ষুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন ডলি, এসময় উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, পৌর প্যানেল মেয়র তাহেরুন্নেছা প্রমুখ।