স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় এতিমদের সৌজন্যে পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবিরের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ শুক্রবার কেএম লতিফ সুপার মার্কেটে ব্যক্তিগত কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এতিমখানার প্রায় অর্ধ শতাধিক এতিম অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আম ইউসুফুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শোয়েব শামস্ শওকত, পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনায়েত কবির দুলাল, পৌর বিএনপির সিনয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মল্লিক, উপজেলা যুবদললের যুগ্ম আহবায়ক মজিবর রহমান, আসাদুজ্জামান অপু, সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাবিবুর রহমান সাবেক এজিএস আসাদুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম সরোয়ার রঞ্জু প্রমুখ।
