স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আ. রহিম (২৬) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আ. রহিম উপজেলার কুমিরমারা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বিজ্ঞ আদালত আ. রহিমকে সিআর ১১৫/১৪ মামলার (নারী নির্যাতন আইনে ৪ ধারা) অভিযোগে দোষী সাব্যাস্ত করে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, গ্রেফতারকৃত আ. রহিমকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।