স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল প্রায় ১ ডজন মামলার পলাতক আসামী সাকিবুল হক ওরফে টোকাই মামুন (৩৫) কে গ্রেপ্তার করে থানা পুলিশ। সাকিবুল হক মামুন উপজেলার ছোটমাছুয়া (জানখালী) গ্রামের ছালাম আকনের ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গ্রেপ্তারকৃত মামুনের বিরুদ্ধে আদালত ও থানায় বিভিন্ন অপরাধে দায়ের হওয়া প্রায় এক ডজন মামলার আসামী হয়ে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। মামুন প্রভাবশালীদের ছত্রছায়ায় বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা জানখালী বাজার এলাকা থেকে টোকাই মামুনকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তিনি আরও বলেন, সাকিবুল হক ওরফে টোকাই মামুনকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।