স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় গত ১১ জুলাই স্বাক্ষরিত উপজেলা বিএনপির কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দিলওয়ার হোসেন মুন্সীকে সভাপতি ও রুহুল আমিন দুলালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামাল বাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শুক্রবার স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। এখানে উল্লেখ করা হয়েছে বিএনপি কেন্দ্র কর্তৃক আদিষ্ট হয়ে বিগত ১১-০৭-১৮ ইং তারিখ স্বাক্ষরিত মঠবাড়িয়া উপজেলা বিএনপি কমিটি বাতিল পূর্বক দিলওয়ার হোসেন মুন্সীকে সভাপতি ও রুহুল আমিন দুলালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হল।
উল্লেখ্য, গত ১১ জুলাই রুহুল আমিন দুলালকে সভাপতি ও কেএম হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির একটি কমিটি গঠন করা হয়। পরে স্থানীয় নেতাকর্মীদের আন্দোলনের মুখে এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হয়।