স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নে শনিবার সকালে মাইকিং করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান এর উপস্থিতিতে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী উন্মুক্ত প্রক্রিয়ায় বাছাই করেন। এসময় তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, ইউপি সদস্যগণসহ এলাকাসী উপস্হিত ছিলেন।
নির্বাচন প্রক্রিয়ায় উপস্হিত নুরজাহান বেগম, সালেহা, শেফালী রানী, লাল মিয়া, আব্দুল মালেকসহ নির্বাচিত ভাতাভোগীগণ বলেন, এর আগে এভাবে ভাতাভোগী নির্বাচন করা হোত না। তিনি আরও জানান, ভাতা পাওয়ার যোগ্য যারা তারা ভাতা পেতো না, আজকে উন্মুক্ত প্রক্রিয়ায় বাছাই হওয়ায় আমরা ভাতা পাচ্ছি। এজন্য সমাজসেবা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।
সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান বলেন, তুষখালী ইউনিয়নের মত সকল চেয়ারম্যান উন্মুক্ত
ভাতাভোগী নির্বাচনে করলে প্রকৃত দুঃস্হ, অসহায় ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ক্ষুধা, দারিদ্র্য মুক্ত উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
