স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা. জামাল মিয়া সোভনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবি, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা মোহম্মাদ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, উপজেলা আ‘লীগ সভাপতি এমাদুল হক খান, আরিফ উল-হক, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।