স্টাফ রিপোর্টার : পিরোজপুর ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া উপজেলার সাপলেজার আলিস্যার মোড়ে অভিযান চালিয়ে জাফর মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার শরীর তল্লসী করে ৩০পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত জাফর ওই গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় পিরোজপুর ডিবি পুলিশ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে গ্রেফতারকৃত জাফরকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।