স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আবুল বাসার আকন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার সাপলেজা সড়কে ভূমি জরিপ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে রক্ষিত ১০০ পিস ইয়বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবুল বাসার পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার রাজাপুর সাথুরিয়া ইউনিয়নের দক্ষিন তারাবুনিয়া গ্রামের মোকসেদ আকনের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত বাসারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের পর শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।