স্টাফ রিপোর্টার : র্যাব-৮ আর একটি দল সোমবার রাতে মঠবাড়িয়ার আলগী বাজার সংলগ্ন পাতাকাটা গ্রামে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ মোঃ সরোয়ার হোসেন(৪০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। সরোয়ার ওই গ্রামের মৃত আঃ হামিদ সরদার এর ছেলে।
বরিশাল র্যাব-৮ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাতাকাটা গ্রামের শরীফ বাড়ির সামনে ক্রেতা সেজে ৪৮ পিচ ইয়াবাসহ সরোয়ারকে হাতেনাতে গেস্খফতার করে। এঘটনায় বরিশাল র্যাব-৮ এর ডিএডি মনিরুজ্জামান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে ওই মামলায় সরোয়ারকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করে।