স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ মিঠাখালী জবেদ আলী মুন্সি বাড়ির সম্মুখ সড়ক থেকে মাদক ব্যবসায়ী ওবায়দুলকে (২৮) আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওবায়দুল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের কামাল খলিফার ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানার এসআই শওকত হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।